শহর কলকাতা শনিবার বিকেল হতেই কালো মেঘে ঢাকে। আচমকাই ঝড়-বৃষ্টি (rain) শুরু হয় কলকাতা (Kolkata) সহ পার্শ্ববর্তী এলাকায়। দক্ষিণের অন্যান্য জায়গায় ঝড়-বৃষ্টিতে প্রাণ গিয়েছে, ভেঙেছে ঘর-বাড়ি। কিন্তু আবহবিদরা কী বলছেন এই বিষয়ে?
হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপর ধীরে ধীরে প্রবেশ করছে মৌসুমী বায়ু। এরফলে রাজ্যে প্রবেশ করছে জলীয় বাষ্প। ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখনও। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে।
শুধু কলকাতা নয়, উত্তরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আগামী কয়েকদিন রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টিপাত। কোথাও কোথাও হালকা এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার পর্যন্ত টানা বৃষ্টিপাত হবে কলকাতায়।