সরকার অনুমোদিত কৃষ্ণনগর চাষাড়া প্রাথমিক বিদ্যালয়। এখানে রয়েছে পড়ুয়াদের জন্য সব রকম ব্যবস্থা। তবে দেখা মেলা ভার পড়ুয়াদের। রয়েছে মিড ডে মিলের ব্যবস্থাও। রয়েছেন একাধিক শিক্ষিকা। তবুও কোনও পড়ুয়া আসছে না এখানে। কিন্তু কেন? এই প্রশ্নই এখন স্কুল কর্তৃপক্ষের মনে ঘুরপাক খাচ্ছে।
এই প্রসঙ্গে এই স্কুলের একজন শিক্ষিকা জানান, প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ক্লাস রয়েছে। তবে নেই পড়ুয়া। হাতে গোনা মাত্র ৮ জন এই চার ক্লাসজুড়ে। কোনওরকম স্টুডেন্ট ছাড়াই চলছে স্কুল। প্রতিদিন শিক্ষিকারা এলেও আসে না ছাত্র-ছাত্রী। তিনি আরও জানান, " আমরা চেষ্টা করছি। অভিভাবকদেরও ফোন করছি, কথা বলছি। কিন্তু তবুও বাড়ছে না পড়ুয়াদের সংখ্যা। কোনওদিন ৫ জন, তো কোনওদিন ৭ জন, এইভাবেই চলছে ক্লাস। এমন নয় যে এখানে মিড ডে মিলের ব্যবস্থা নেই। সেই ব্যবস্থাও রয়েছে, তবুও ঘাটতি থাকছে পড়ুয়া সংখ্যায়। তবে ৪ জন পড়ুয়া এলেও তাদের উপযুক্ত খাবারের ব্যবস্থা করে স্কুল।" তিনি আরও জানান, "আশেপাশে এত সরকারি-বেসরকারি স্কুল রয়েছে, যাতে করে এই স্কুলে আর কেউ আসছে না।"
কবে এই সমস্যা মিটবে, সেই আশাতেই রয়েছেন স্কুল শিক্ষিকারা।