দুঃসাহসিক চুরি মন্দিরে। ঘটনায় চাঞ্চল্য ছড়াল নদিয়ার নবদ্বীপে। স্থানীয় সূত্রে জানা গেছে, নবদ্বীপের মণিপুরের তিনকড়ি গোস্বামী মন্দিরে প্রায় ১০ লক্ষ টাকার গহনা সহ অনান্য সামগ্রী চুরি হয়েছে। মঙ্গলবার রাত প্রায় সাড়ে নটা নাগাদ সেবাইত মন্দির বন্ধ করে দেন। বুধবার ভোর সাড়ে চারটে নাগাদ মন্দির খুললে তাঁরা দেখতে পান, মন্দিরের গেটের তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে মন্দিরে এসে পৌঁছন তিনকড়ি গোস্বামীজির পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, প্রতিষ্ঠিত বিগ্রহের বহুমূল্যের সোনা ও রুপোর গহনা-সহ হাতের রুপোর বাঁশি চুরি করে নিয়ে যায় চোরেরা। এরপরই নবদ্বীপ থানার পুলিস ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, বেশ কয়েকদিন আগে একইরকমভাবে নবদ্বীপের বিষ্ণুপ্রিয়া মন্দিরেও চুরির ঘটনা ঘটেছিল। নবদ্বীপ হেরিটেজ সিটি ঘোষণার পর নিরাপত্তার জন্য পুরো নবদ্বীপকে মুড়ে ফেলা হয় সিসিটিভি ক্যামেরায়। কিন্তু তারপরও একের পর এক মন্দিরে চুরির ঘটনায় কার্যত প্রশ্নচিহ্নের মুখে পুলিস-প্রশাসন।
তবে সিসিটিভি-তে ধরা পড়েছে ছবি৷ মনে করা হচ্ছে, সে সব ফুটেজ দেখে তদন্তের কাজ এগনো সম্ভব হবে।