২০ এপ্রিল, ২০২৪

Hasimara: ফাঁকা বাড়ির সুযোগে নগদ-সহ ৭ লক্ষ টাকার গয়না চুরি, চোরের খোঁজে তল্লাশি
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-10 18:22:54   Share:   

ফের বড় ধরনের চুরির(Theft) ঘটনা। কালচিনি ব্লকের হাসিমারা(Hasimara) এলাকার ঘটনায় খোওয়া গিয়েছে নগদ ২ লক্ষ টাকা-সহ প্রায় ৭ লক্ষ টাকার সোনার গয়না। চুরি করে চম্পট দেয় চোর। ঘটনার তদন্তে হাসিমারা পুলিস(Police) ফাঁড়ির পুলিস। ঘটনার জেরে আতঙ্কিত এলাকাবাসী।

জানা গিয়েছে, বৃহস্পতিবার হাসিমারা এলাকার ব্যবসায়ী রাজেশ কুমার শা-র বাড়িতে চুরি হয়। বাড়ি থেকে আলমারি ভেঙে নগদ ২ লক্ষ টাকা ও প্রায় ৭ লক্ষ টাকার সোনার গয়না চুরি করে ওই এলাকা থেকে চম্পট দেয় চোর। অভিযোগকারী রাজেশ শা জানান, 'বৃহস্পতিবার বাড়িতে কেউ ছিল না। তাঁরা এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন। এই সুযোগেই চোর তাঁদের দরজার তালা ভেঙে ঘরে ঢুকে পড়ে এবং আলমারি লকার ভেঙে সব চুরি করে পালিয়ে যায়।' 

শুক্রবার সকালে রাজেশ কুমারের দরজার তালা ভাঙা অবস্থায় দেখে প্রতিবেশীরা ফোন করে তাঁকে জানায়। পরে বাড়ি ফিরে এসে বুঝতে পারে চুরি হয়েছে। রাজেশ শা আরও জানান, 'হাসিমারা পুলিস ফাঁড়িতে খবর দেওয়া হয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।'    

হাসিমারা এলাকায় ঘনঘন চুরির ঘটনায় এলাকার বাসিন্দারা আতঙ্কিত। এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য রমেশ প্রসাদ জানান, 'ঘনঘন চুরির ঘটনা ঘটছে এই এলাকায়। সম্প্রতি হাসিমারা এলাকায় বেশ কয়েকটা চুরির ঘটনা ঘটেছে। তাই পুলিসের কাছে অনুরোধ তাড়াতাড়ি দোষীদের আটক করে যথাযথ শাস্তি দেওয়া হোক।' 


Follow us on :