১৯ এপ্রিল, ২০২৪

Theft: বসিরহাট সীমান্তে শতাব্দী প্রাচীন মন্দিরে গয়না, নগদ লুট! প্রায় ১২ লক্ষ টাকার সামগ্রি চুরি
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-17 12:14:46   Share:   

বসিরহাটের (Basirhat Theft) স্বরূপনগর থানার হঠাৎগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তের পঞ্চানন তলায় মন্দিরের তালা ভেঙে চুরি (Theft in Temple)। শতাব্দী প্রাচীন শ্রীশ্রী বাবা পঞ্চানন মন্দিরের দরজা ভেঙে ঠাকুরের সোনার পৈতে ও রুপোর (Ornaments) মুকুট-সহ বিগ্রহের একাধিক গয়না লুট। পাশাপাশি প্রণামি বাক্সের নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। মঙ্গলবার সকালে মন্দিরে নামকীর্তন করতে আসা ভক্তরা দেখতে পান মন্দিরের মূল গেট ভাঙা।

ঠাকুরের গায়ের গয়না এবং প্রণামি বাক্সে থাকা নগদ অর্থ-সহ সোনা ও রুপো সব উধাও। জানা গিয়েছে, সবমিলিয়ে প্রায় ১২ লক্ষ টাকার সামগ্রি নিয়ে দুষ্কৃতীরা পালিয়েছে। স্থানীয়দের প্রাথমিক অনুমান, পাশেই বাংলাদেশ সেখান থেকেই দুষ্কৃতীরা আসতে পারে।

ঘটনাস্থলে স্বরূপনগর থানার পুলিস গিয়ে তদন্ত শুরু করেছে। মন্দিরের সেবায়েতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। এই ঘটনায় রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন গ্রামবাসীরা। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেফতারের দাবিতে সরব তাঁরা।


Follow us on :