২৫ এপ্রিল, ২০২৪

Weather: বেজে গিয়েছে শীতের বিদায় ঘণ্টা! সরস্বতী পুজোর দিন কেমন থাকবে আবহাওয়া জেনে নিন
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-22 12:13:36   Share:   

শীতের (Winter) বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। ২৬ জানুয়ারি সরস্বতী পুজো। বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। সেইদিন হালকা শীতের আমেজ থাকলে মন্দ হত না। কিন্তু হাওয়া অফিসের পূর্বাভাস বলছে গরমেই (Weather) কাটবে এবারের সরস্বতী পুজো। রবিবার পর্যন্ত রাজ্যে শীতের আমেজ বজায় থাকবে। তারপরেই সোমবার থেকে তাপমাত্রা (Temperature) উর্ধ্বমুখী হতে শুরু করবে। জানুয়ারির শেষে বিদায় শীতের বলে পূর্বাভাস মৌসম ভবনের।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পর পর দুটি পশ্চিমী ঝঞ্ঝা তার সঙ্গে বঙ্গোপাসাগরে তৈরি বিপরীত ঘূর্ণাবর্তের জেরে বাধা প্রাপ্ত হচ্ছে শীত। সেকারণেই উত্তুরে হাওয়া প্রবেশ করবে পারবে না। তার জেরেই তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা বাড়তে শুরু করবে সোমবার থেকে। কলকাতা শহরে সোমবার থেকে তাপামাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে পাকিস্তানের দিকে অপরটি অবস্থান করছে আফগানিস্তানের দিকে। আবার রাজস্থানের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার জেরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে।


Follow us on :