LATEST NEWS
29 May, 2023

Theft: সোনা ও ওষুধ দোকানের দেওয়াল কেটে চুরি, সোনা-রুপোর গয়না সহ খোয়া গিয়েছে নগদও
CN Webdesk      শেষ আপডেট: ২০২৩-০৩-২৫ ১৫:০১:০৪   Share:   

দুঃসাহসিক চুরির (Theft) ঘটনা। সোনা ও ওষুধ দোকানের দেওয়াল কেটে চুরি। ঘটনাটি ঘটেছে অশোকনগর (North 24 Parganas) থানার অন্তর্গত কাজলা এলাকায়। দুই দোকান মিলিয়ে প্রায় তিন লক্ষ টাকা চুরি। ঘটানাস্থলে অশোকনগর থানার (Ashoknagar Police) পুলিস। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। 

ওষুধ দোকানের মালিক বলেন, 'প্রতিদিনের মতোই শনিবারও আমি সকাল ৮টা নাগাদ দোকানে আসি। দোকান খুলে দেখি ওষুধের আলমারিগুলো সামনের দিকে এগানো। তারপরেই আলমারির পিছনে গিয়ে দেখলাম, দেওয়াল কাটা। এই অবস্থা আমি দেখি আমার দোকানের পাশেই সোনার দোকানের দেওয়ালটিও কাটা অবস্থায় পড়ে আছে। সেই দোকানে সোনা-রূপোর গয়না সহ নগদও চুরি হয়েছে।' 

Ad code goes here

ওষুধ দোকানের মালিকের দাবি, রাত সাড়ে এগারোটা পর্যন্ত তাঁরা দোকানে থাকেন। তারপর এলাকার সিভিক পুলিসরা রাস্তায় পাহাড়া দেন। পুলিসি নিরাপত্তা সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটল তা বুঝতে পারছেননা। তবে এই বিষয়ে সোনা দোকানের মালিক জানান, গয়না ও নগদ টাকা সহ প্রায় তিন লক্ষ টাকার চুরি হয়েছে। রাতের অন্ধকারে দোকানের দেওয়াল কেটে চুরি করেছে দুষ্কৃতীরা। 

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :