Share this link via
Or copy link
সেলফির নেশায় ফের মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণই চলে গেল এক যুবকের। ট্রেনের সামনে সেলফি তুলতে গিয়েই মূলত এই মর্মান্তিক মৃত্যু বলে খবর। ঘটনাটি কোচবিহারের মাথাভাঙা রেলব্রিজ এলাকার।
জানা যায়, মৃত ওই যুবকের নাম জীবন বিশ্বাস। বাড়ি শিবপুর এলাকায়। শনিবার কয়েকজন বন্ধু মিলে সেলফি তুলছিলেন। ওই লাইন ধরেই ছুটে আসছিল ট্রেনটি। ট্রেন কাছাকাছি আসার পরও সরে আসেননি তিনি। বরং পারফেক্ট সেলফি তোলার নেশায় হাতও বাড়িয়ে দেন। এরপরই সজোরে ধাক্কা মারে ট্রেনটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিস। পুলিস এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠিয়েছে।