ব্রেকিং নিউজ
The-tragic-death-of-a-man-after-falling-under-the-wheel-of-a-car
Durgapur: গাড়ির চাকায় পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির, উত্তেজনা পানাগড়ে

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-11-09 09:46:55


পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে (Panagarh Industrial Park) এক ব্যক্তির মৃত্যুতে (death) উত্তেজনা ছড়ায় ওই এলাকারই এক বেসরকারি সিমেন্ট কারখানার (cement factory) গেটের সামনে। অভিযোগ ওঠে, বেআইনি পার্কিংয়ের (Illegal parking)। মঙ্গলবার মৃতদেহ (deadbody) ফেলে রেখেই চলে বিক্ষোভ।

স্থানীয়রা জানায়, বেসরকারি সিমেন্ট কারখানার গেটের সামনে একটি গাড়ি পার্কিংয়ের জায়গা ছিল। সেখানে কোনও গাড়ির চাকায় পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়। স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে তড়িঘড়ি বুদবুদ থানায় খবর দেয়। বুদবুদ থানার পুলিস রাতেই মৃতদেহ উদ্ধার করতে আসলে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখায়।

স্থানীয়দের অভিযোগ, বেসরকারি সিমেন্ট কারখানার গেটের সামনে গ্রামবাসীদের না জানিয়েই বেআইনিভাবে পার্কিং গড়ে তোলা হয়েছে। একাধিকবার এই বিষয়ে অভিযোগ জানানো হলেও কোনও পদক্ষেপ নেয়নি কারখানা কর্তৃপক্ষ। এছাড়াও অভিযোগ, মঙ্গলবার বিক্ষোভ চলাকালীনই ওই কারখানার নিরাপত্তারক্ষীরা আচমকা তাঁদের ওপর হামলা চালায়। আহত হন গোটা গ্রামের বেশ কয়েকজন মানুষ।

প্রথমে মৃতের নাম পরিচয় জানা না গেলেও পরে পুলিসের তত্পরতায় মৃতের পরিচয় জেনে পরিবারকে খবর দেওয়া হয়। তবে এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পৌঁছয় বুদবুদ থানার বিশাল পুলিসবাহিনী।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন