২০ এপ্রিল, ২০২৪

Weather: নামছে তাপমাত্রার পারদ, নেই বৃষ্টির সম্ভাবনা, একনজরে আবহাওয়া
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-23 10:02:35   Share:   

নভেম্বরের শুরু থেকেই শীতের (winter) আমেজ কিছুটা অনুভব করছে শহরবাসী। তবে কবে পড়বে জাঁকিয়ে ঠান্ডা? এখনও তেমন কিছু ইঙ্গিত দেয়নি হাওয়া অফিস। তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত এমনই আবহাওয়া (weather) বজায় থাকবে। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত ফুরফুরে হাওয়া বইবে। সঙ্গেই পারদের নিম্নমুখী পতন জারি থাকবে। মঙ্গলবারের পর বুধবারও ফের তাপমাত্রা  (temperature) ২ ডিগ্রি কমেছে। কলকাতায় (Kolkata) মঙ্গলবার তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস ছিল। তবে বুধবার তা ১৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই দুই বঙ্গেই।

পূর্বাভাসে জানানো হয়েছে, উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে আগামী ২৪ শে নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সকাল পর্যন্ত আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন না হলেও, পরের ৪ দিনে তাপমাত্রা কমতে পারে। অনুমান, ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে, আপাতত এমনই জানানো হয়েছে পূর্বাভাসে।

এদিকে, দক্ষিণবঙ্গের (South Bengal) ক্ষেত্রে পূর্বাভাসে বলা হয়েছে, সোমবারের তুলনায় সামান্য হলেও কমেছে জেলাগুলির তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রার সেইরকম কোনও পরিবর্তন হবে না। তবে এর পরবর্তী ৫ দিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। 


Follow us on :