২৫ এপ্রিল, ২০২৪

weather update: ফের পারদ পতন শহরে, এবার কি জাঁকিয়ে পড়তে চলেছে শীত?
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-09 10:26:19   Share:   

ফের নামল শহরের তাপমাত্রার (temperature) পারদ। বৃহস্পতিবার রাত থেকে কাঁপছে শহর। কলকাতায় শুক্রবার মরশুমের সবচেয়ে শীতলতম দিন, এমনই জানিয়েছে হাওয়া অফিস। শহরের তাপমাত্রা নামল ১৫ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে ইতিমধ্যেই বীরভূম-বর্ধমান সহ একাধিক জেলার তাপমাত্রার পারদ পতন শুরু হয়ে গিয়েছে। এদিকে, আসানসোলের (Asansol) তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়ায়ে পৌঁছে গিয়েছে। তবে আবহাওয়াবিদরা আগেই জানিয়েছিলেন, ১৫ ডিসেম্বরের আগে জাঁকিয়ে শীত (winter) পড়ার কোনও সম্ভাবনা নেই শহরে। কিন্তু এরমধ্যেই তাপমাত্রার হঠাৎ পতন ঘটায় কিছুটা ভাবনায় ফেলেছে তাঁদের।

এদিকে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে মান্দস। এটি একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। উপকূলের কাছাকাছি শক্তি হারিয়ে ফের সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। শুক্রবার মাঝরাতে অথবা শনিবার সকালে এটি পুদুচেরি ও তামিলনাড়ুর শ্রীহরিকোটার মাঝামাঝি মহাবলীপুরমের উপকূলে আছড়ে পড়তে পারে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না। আগামী ২৪ ঘণ্টা রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। একইসঙ্গে শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়ারও তেমন কোনও পরিবর্তন হবে না। উত্তরবঙ্গের মতোই আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে।


Follow us on :