আদালতের (High Court) নির্দেশে সৈকত মৈত্রকে (Saikat Maitra) পুরনো পদে ফেরাল উচ্চশিক্ষা দফতর। গত ২৯ জুলাই বিজ্ঞপ্তি দিয়ে মেয়াদ থাকা সত্ত্বেও সৈকত মৈত্রকে অপসারিত (Removed) করা হয়েছিল। এর প্রতিবাদে ম্যাকাউটের (Makaut) ভিসি সৈকত মৈত্র আদালতের দ্বারস্থ হন। আদালত নির্দেশ দেয়, তিন সপ্তাহের মধ্যে পুরনো পদেই সৈকত মৈত্রকে ফিরিয়ে দিতে হবে। এরপরও উচ্চশিক্ষা দফতর নিযুক্ত ভারপ্রাপ্ত উপাচার্য মলয়েন্দু সাহাকে সরায়নি দফতর, এমনটাই অভিযোগ ওঠে। বাধ্য হয়ে হরিণঘাটার ক্যাম্পাসে আদালতের নির্দেশ নিয়ে যান সৈকত মৈত্র। তবে গতকাল রাতেই নতুন বিজ্ঞপ্তি দিলে উচ্চশিক্ষা দফতর। আদালতে নির্দেশে সৈকত মৈত্রকেই ম্যাকাউটের উপাচার্যের পদে ফিরিয়ে দেওয়া হল।
উল্লেখ্য, রাতারাতি সরিয়ে দেওয়া হয়েছিল মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির (ম্যাকাউট) উপাচার্য সৈকত মৈত্রকে। কিন্তু রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। সেখানে প্রথমেই সাতদিনের জন্য স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। গত ২৯ শে জুলাই অপসারণ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে রাজ্য। মেয়াদ শেষ হওয়ার আগেই কেন অপসারণ? প্রশ্ন উপাচার্যের। মাকাউট-এর উপাচার্যকে ২৯ জুলাই ই মেইল করে সরিয়ে দেওয়া হয়। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ওই নির্দেশ দিয়েছিলেন। তাঁকে আগে ইস্তফা দিতে বলা হয়। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে তাঁকে ভিসি হিসাবে নিয়োগ করা হয়েছিল।