২৪ এপ্রিল, ২০২৪

Weather: ঘন কুয়াশাচ্ছন্ন মহানগরী, বাজল শীতের বিদায় ঘণ্টা, পূর্বাভাস হাওয়া অফিসের
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-08 11:05:48   Share:   

ভোর থেকে ঘন কুয়াশাচ্ছন্ন আকাশ। কলকাতা (Kolkata) ও আশপাশের এলাকার আবহাওয়া (Weather) খানিকটা এমনই। একেবারের শীতের (Winter) বিদায় বার্তা জানিয়েছে আবহাওয়া দফতর। অথচ ভোরের দিকে হালকা ঠান্ডাও বুধবার উপভোগ করেছেন শহরবাসী। বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যে কারণে এই পরিস্থিতি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা কিনা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। কুয়াশা থাকার কারণে রেল যানবাহন এবং জলপথের ট্রাফিকের সমস্যা হতে পারে বলে আগাম জানিয়ে দিয়েছিল মৌসম ভবন।

ধীরে ধীরে বিদায় নিতে শুরু করেছে শীত। আর ফেরার সম্ভাবনা নেই। এমনই জানিয়েছে হাওয়া অফিস। ১৫ ফেব্রুয়ারির পর থেকে পাকাপাকি ভাবে শীত বিদায় নেবে বলে নিশ্চিত করেছে আলিপুর আবহাওয়া দফতর। তার আগে থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়তে শুরু করেছে। রোদের তেজ ধীরে ধীরে বাড়ছে। দিনের বেলায় হালকা গরম অনুভূত হচ্ছে। তবে রাতের দিকে আর ভোরে হালকা শীতের আমেজ আগামী কয়েকদিন থাকবে রাজ্যে।


Follow us on :