'সেফ ড্রাইভ, সেভ লাইফ'। এক এক সময় মনে হয়, সরকারিস্তরে সচেতনতার এই প্রচার যেন কেবল কথার কথাই। আর তাই পুলিসকে থোড়াই কেয়ার করে বাসের রেষারেষি, দুর্ঘটনা, মৃত্যু হয়েই চলেছে।
মঙ্গলবার এমনই মর্মান্তিক ঘটনা ঘটল খড়দহে। দুটি বাসের রেষারেষির জেরে মৃত্যু হল এক বাইক আরোহীর। ঘটনার পর বাসে ভাঙচুর চালাল উত্তেজিত জনতা। চালক ও খালাসিকে গ্রেফতার করল খড়দহ থানার পুলিস।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আগরপাড়ার মহাজাতি নগরের বাসিন্দা লোহার ব্যবসায়ী গৌতম গুহ স্কুটি নিয়ে ব্যবসার কাজে সোদপুরের দিক থেকে আগরপাড়ার দিকে যাচ্ছিলেন। সেই সময় পানিহাটির ধানকল মোড়ে দুটি বাস রেষারেষি করে যাচ্ছিল। 78/1 রুটের বাসের ধাক্কায় মৃত্যু হয় স্কুটিচালক গৌতম গুহর। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ক্ষিপ্ত জনতা বাসে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়দহ থানার পুলিস। ঘাতক বাস সহ চালক ও খালাসিকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিস। মৃতদেহ উদ্ধার করে খড়দহ বলরাম হাসপাতলে নিয়ে যাওয়া হয়।