"ছিল না বাসা বাড়ি, এখন হল পাকা বাড়ি। থাকার মতো রয়েছে মানুষ, আসবে কত তাড়াতাড়ি।" বাদামকাকু অর্থাৎ কাঁচা বাদাম গানের শ্রষ্ঠা ভুবন বাদ্যকর (Bhuban Badyakar) নতুন বাড়ি নিয়ে বেঁধে ফেললেন একটি গান। আজ বীরভূমের (birbhum) দুবরাজপুর ব্লকের কুড়ালজুড়ি গ্রাম বিখ্যাত কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকরের জন্য। খুশি বাদামকাকু তাঁর এই বাড়ি নিয়ে।
এতদিন বাদাম বিক্রি করে তাঁর আয় হত। সেই আয়ে তাঁর বসবাস করার বাড়িটি সংস্কার করতে পারতেন না। খড়ের চাল দেওয়া ভাঙা বাড়িতে বাস করতেন ভুবন বাদ্যকর ও তাঁর পরিবার। কাঁচা বাদাম গানটি ভাইরাল হতেই তাঁর ভাগ্য একেবারেই ফিরে যায়। দেশে-বিদেশে তাঁর গান মানুষের মুখে মুখে এখন। অধিকাংশ দিন বিভিন্ন অনুষ্ঠানে তিনি যাচ্ছেন। অনেকেই সাহায্য করছেন তাঁকে। তাই দিয়েই প্রায় ছ'লক্ষ টাকা ব্যয় করে একটি পাকা বাড়ি তৈরি করে ফেললেন বাদামকাকু। তাঁর ঘরে বসেছে টাইলস। আর্কিটেক্ট দিয়ে তৈরি হচ্ছে বসার ঘর। থাকছে নতুন নতুন আসবাবপত্রও। তবে এই ঘরটি সম্পূর্ণ না হলেও ঝড়-জলের জন্য ভাঙা বাড়ি ছেড়ে বর্তমানে এই নবনির্মিত বাড়িতে থাকতে শুরু করেছে বাদামকাকুর পরিবার।