আবারও রান্নার গ্যাসের দাম বাড়ল। ১৪ কেজির সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৫০ টাকা বেড়েছে। যার জেরে বর্তমানে দাম হয়েছে ১০৭৯ টাকা। অর্থাত্ প্রায় ১১০০ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম। সামনেই বাঙালিদের মহা উৎসব। উৎসব মরশুমের ঠিক আগেই ফের রান্নার গ্যাসের দাম বাড়ায় নাভিশ্বাস উঠেছে আমজনতার। এই নিয়ে এক মাসে ২ বার দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের। ২ মাসে মোট ১০৩ টাকা বাড়ল দাম।
অয়েল মার্কেটিং সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ব্যবহৃত ১৮.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে ৫০ টাকা। নতুন দাম হয়েছে ১০৭৯ টাকা। যা আজ থেকেই কার্যকর হবে। এর আগে ১৯ মে ৩ টাকা বেড়েছিল রান্নার গ্যাসের দাম। তখন ১০২৯ টাকা দিতে হয়েছিল। এরপরে আবার ৭ মে ৫০ টাকা বেড়েছিল রান্নার গ্যাসের দাম। গত দুমাসে মোট ১০৩ টাকা বেড়েছে। তবে বারে বারে রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় সংকটে পড়েছে মধ্যবিত্ত থেকে দিন আনা দিন খাওয়া মানুষেরা।