০৫ অক্টোবর, ২০২৩

Poster: আগামী ছমাসের মধ্যে আসছে নতুন তৃণমূল, এবার পোস্টার মালদহে
CN Webdesk      শেষ আপডেট: ০৫ অক্টোবর, ২০২৩   Share:   

দক্ষিণ কলকাতা (Kolkata) জুড়ে শুধুই তৃণমূল কংগ্রেসের হোর্ডিং, আর যা নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে (politics)। শাসক দলের হোর্ডিংয়ে শুধুই দেখা মিলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। পোস্টারে উধাও মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাসবিহারী, কালীঘাট, ভবানীপুর-সহ একাধিক জায়গায় এই পোস্টার পড়তে দেখা গিয়েছে। তবে কলকাতার পর এবার মালদহের চাঁচোলে (Chanchol) শুরু তরজা। কারণ, শহর জুড়ে পড়েছে তৃণমূলের পোস্টার, যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে লেখা, আগামী ছমাসের মধ্যে আসছে নতুন তৃণমূল। এমনকি চাঁচলের বিধায়ক নিহাররঞ্জন ঘোষের চাঁচলের অস্থায়ী বাসভবনেও লাগানো হয়েছে এই পোস্টার। যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন।

তবে এই নিয়ে উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মুর অভিযোগ, তৃণমূল গোষ্ঠীর কোনও দলের জেরেই এই পোস্টার। অন্যদিকে চাঁচোলের তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষের দাবি, এর পিছনে রয়েছে রাজনৈতিক চক্রান্ত।


Follow us on :