ব্রেকিং নিউজ
Basirhat: জমি লিখে দিতে নারাজ মা, রাস্তায় ফেলে বেধড়ক লাঠিপেটা বড় ছেলের
HomestateBasirhat: জমি লিখে দিতে নারাজ মা, রাস্তায় ফেলে বেধড়ক লাঠিপেটা বড় ছেলের
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-05-11 18:53:15
একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এক অমানবিক ঘটনা দেখল গোটা সমাজ। মাকে রাস্তায় ফেলে বেধড়ক মারছে তাঁরই ছেলে। সাক্ষী থাকল গোটা গ্রাম। জমি লিখে দিতে নারাজ ষাটোর্ধ্ব বৃদ্ধা মাকে বেধড়ক লাঠিপেটা করল বড় ছেলে (Eldest son)। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে (hospital) ভর্তি মা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাটের (Basirhat) হাসনাবাদ থানার আমলানি গ্রামে।
স্থানীয় সূত্রে খবর, বছর ৬০ এর রেণুকা মণ্ডল, স্বামী বুদ্ধিশ্বর মণ্ডল গত তিন বছর আগে মারা যান। দুই ছেলে, বৌমা ও নাতিদের নিয়ে তাঁর সংসার। শেষ সম্বল ছিল দু'কাঠা জমি। ছোট ছেলে নিত্যানন্দ মণ্ডল, একজন চাকরিপ্রার্থী। তাই বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন। একমাত্র বড় ছেলে শম্ভু মণ্ডল রোজগার করেন। কিন্তু অভিযোগ, তিনি মাকে খেতে দেন না। বৃদ্ধ রেণুকাদেবী লোকের বাড়িতে পরিচারিকার কাজ করেন। এমনকি কর্মহীন ছোট ভাইকেও কোনওরকম সাহায্য করেন না বড় ভাই। বৃদ্ধা রেণুকাদেবীর শেষ ভরসা ওই জমিটিই। কিন্তু সেই জমি বড় ছেলেকে লিখে না দেওয়ায় মায়ের উপর লাগাতার শারীরিক ও মানসিক অত্যাচার করতেন তিনি। এই ঘটনা সহ্য করতে না পেরে এদিন রেণুকাদেবী তাঁর ছোট ছেলে নিত্যানন্দকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলেন। এই খবর বড় ছেলে জানতেই মাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর ও লাঠিপেটা শুরু করে। অন্যদিকে ছোট ছেলে নিজের জীবন বাঁচাতে এলাকা থেকে পালিয়ে যায়। মা অচৈতন্য অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকেন। পরে ছোট ছেলে এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁকে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। তাঁর মাথায় ও হাতে গুরুতর চোট লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
ইতিমধ্যেই রেণুকাদেবী তাঁর বড় ছেলে শম্ভু মণ্ডলের বিরুদ্ধে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ করেছেন। পাশাপাশি তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেছেন। অভিযোগের ভিত্তিতে হাসনাবাদ থানার পুলিস তদন্ত শুরু করেছে। বড় ছেলেকে আটক করেছে পুলিস।