সকাল থেকে রোদঝলমলে আবহাওয়া (Weather)। হালকা শীতের (Winter) আমেজ। বৃহস্পতিবার সকালে কলকাতা-সহ (Kolkata) আশপাশের এলাকায় বুধবারের তুলনায় তাপমাত্রা নেমেছে প্রায় সাড়ে তিন ডিগ্রির মতো। বলা যায়, উত্তুরে হাওয়ার হাত ধরে রাজ্যে ফিরল শীতের আমেজ। এদিন সকালে শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কুয়াশার দাপট দেখা গিয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। তবে এর পরের ২ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। তবে এর পরের দুদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১২ ডিগ্রির কাছাকাছি নেমে যেতে পারে।
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবারের কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রির কাছাকাছি। আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার থেকে আরও কমতে পারে ঠান্ডা। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি। সপ্তাহান্তে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। সঙ্গে কনকনে উত্তুরে হাওয়া। সকাল-সন্ধ্যায় শীতের আমেজ মাখবে রাজ্যবাসী।