মুর্শিদাবাদের জলঙ্গির সিংপাড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে। জানা যায়, রুহুল মন্ডল (২৬) সীমান্তে পাটের জমিতে কাজে গিয়েছিল। সকাল আটটার সময় স্থানীয়দের মাধ্যমে জানতে পারা যায়, বিএসএফের গুলিতে নিহত হয়েছে সে। ঘটনার পর সাগরপাড়া থানার পুলিস পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
পরিবারের সদস্যদের দাবি, রুহুল মন্ডল সকালে সীমান্তের জমিতে পাটের জমিতে কাজেই গিয়েছিল। সে অন্য কোনও চোরাকারবার বা ওইজাতীয় কাজের সঙ্গে যুক্ত নয়। অথচ বিএসএফ জওয়ানরা চোরাকারাবারি সন্দেহেই গুলি করে অন্যায়ভাবে তাকে মেরেছে। ঘটনার তদন্ত করে বিএসএফের উপযুক্ত শাস্তি চাইছেন পরিবারের সদস্যরা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রুহুল মন্ডলের মাত্র দু মাস আগে বিয়ে হয়েছিল। ফলে শোকের ছায়া গোটা পরিবারে। শোকস্তব্ধ এলাকার মানুষও।