বর্ধমানের খাগড়াগড়ে জাল নোট-কাণ্ডে এবার নাম জড়াল শাসকদলেরও। জাল নোটের কারবার চালানোর অভিযোগে ধৃত গোপাল সিংয়ের সঙ্গে তৃণমূল নেতাদের ছবি প্রকাশ্যে আসার পরই বিঁধতে শুরু করেছে বিরোধীরা। এবার এক বিজেপি নেতার সোশ্যাল মিডিয়ার পোস্টকে ঘিরে বিতর্ক তুঙ্গে। খাগড়াগড়ে জাল নোটের ছাপাখানা কাণ্ডে মূল অভিযুক্ত গোপাল সিং ছিলেন তৃণমূলের হেভিওয়েট নেতাদের সঙ্গে এক মঞ্চে?
সেই পোস্টকে ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল। সোশ্যাল মিডিয়ায় এক মঞ্চে গোপাল সিং সহ তৃণমূল নেতাদের ছবি পোস্ট করে এনআইএ তদন্তের দাবি বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্রের।
অন্যদিকে রাজ্যে আইনের প্রতিষ্ঠা আছে, এখানে অন্যায় করে কেউ পার পাবে না বলে দাবি করেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলের মুখপাত্র প্রসেনজিত দাস।
পাশাপাশি খাগড়াগড় জালনোট কাণ্ডের তদন্তে এল এসটিএফের চার সদস্যের এক প্রতিনিধি দল। এসটিএফের এফআইসিএন (FICN) বিভাগের ইনস্পেকটর গৌতম চক্রবর্তীর নেতৃত্বে ওই দল ঘটনাস্থলে তদন্ত করছে। বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ইতিমধ্যেই জাল নোট কাণ্ডে গ্রেফতার হয় তিনজন। জাল নোট উদ্ধারের ঘটনায় আতঙ্কিত খাগড়াগড়বাসী।