সদ্য হাইকোর্টের নির্দেশে হারিয়েছেন চাকরি। অগত্যা এবার বিয়ের দাবিতে নিশিগঞ্জ কলেজের অতিথি শিক্ষকের বাড়ির সামনে ধর্ণায় বসলেন যুবতী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙা মহকুমার নিশিগঞ্জ এলাকায়।
যদিও ইতিমধ্যেই গা ঢাকা দিয়েছেন কলেজের অতিথি শিক্ষক। যুবতীর দাবি, তাঁদের প্রেমের সম্পর্ক ছিল, এমনকী শারীরিক সম্পর্কও ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাইকোর্টের নির্দেশে এসএসসিতে চাকরি যাওয়া ২৬৯ জনের নামের তালিকায় এই যুবতীরও নাম রয়েছে। সোমবার রাতে হঠাৎই শিক্ষকের বাড়িতে এসে পৌঁছন ওই যুবতী। সমানে দরজায় ধাক্কা দিতে থাকেন তিনি। বাড়ির লোক দরজা খুলে দেখেন, যুবতী বাড়ির সামনে বসে রয়েছেন। তাঁর দাবি, যতক্ষণ তাঁকে বিয়ে না করা হবে, ততক্ষণ তিনি সেখান থেকে উঠবেন না।
এদিকে কলেজের অতিথি শিক্ষকের মায়ের দাবি, তাঁর ছেলের সঙ্গে কোনও রকম প্রেমের সম্পর্ক ছিল না ওই যুবতীর। এক ঘটকের মাধ্যমে সপ্তাহ দুয়েক আগে তাঁদের বিয়ের সম্বন্ধ এসেছিল। শুধুমাত্র এইটুকুই, এর বেশি কিছুই হয়নি। মেয়েটির চাকরি চলে যাওয়ার ফলে তাঁর ছেলেকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি মায়ের।