২৯ মার্চ, ২০২৪

DA: পঞ্চমবার পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-21 13:17:08   Share:   

ডিএ মামলায় (DA Case) এখনও অপেক্ষা করতে হবে রাজ্য সহ ডিএ আবেদনকারীদের। মঙ্গলবার দেশের শীর্ষ আদালতে শুনানি হওয়ার কথা ছিল রাজ্য (West Bengal) ডিএ মামলার। সেই মামলার শুনানি আরও পিছিয়ে গেলো বলে খবর। পরবর্তী শুনানি ১১ ই এপ্রিল বলে জানা গিয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, বিচারপতিরা অন্য মামলায় ব্যস্ত। ডিএ মামলা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, সে কারণেই আজ এ শুনানি হবে না বলেই সুপ্রিম কোর্ট (Supreme Court) সূত্রের খবর।

সূত্রের খবর, আজ সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি ছিল। কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে রাজ্যকে, নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের সবাইকে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টের আবেদন জানিয়েছে। গত ৫ ডিসেম্বর ডিএ মামলার প্রথম শুনানির দিন ছিল। কিন্তু শুনানি হয়নি। এরপর আরও তিন বার শুনানির দিন পিছিয়ে অবশেষে ২১ মার্চ হবে বলে জানানো হয়। কিন্তু এবারও শুনানি পিছিয়ে গেল।  তার ভিত্তিতে আজ মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে। সেই শুনানি পিছিয়ে পরের মাসে ১১ তারিখ হলো।


Follow us on :