বর্তমানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারি নিয়ে তুঙ্গে বঙ্গ রাজনীতি। তবে এবার তোলপাড় পূর্ব মেদিনীপুর (East Medinipur) জেলার ভগবানপুর। শনিবার সাত সকাল থেকেই তুমুল ঝামেলা, অশান্তি ভগবানপুর (Bhagabanpur) বিধানসভার ভগবানপুর ১ নম্বর ব্লকের কোটবার গ্রাম পঞ্চায়েত এলাকায়। মন্ত্রীর গ্রেফতারির পরই উঠে আসে এই এলাকার প্রাক্তন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শিবশংকর নায়েকের নাম। তিনি আবার পঞ্চায়েত সমিতির এক সদস্যার স্বামী। তাঁরা শাসকদলের সঙ্গে যুক্ত বলেই স্থানীয়রা জানায়।
স্থানীয়দের অভিযোগ, শিবশংকর নায়েক চাকরি দেওয়ার নাম করে গ্রামবাসীদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা তোলেন। ২০১৭ সালে গ্রুপ ডি-র চাকরির জন্য এক একজনের থেকে ৮ লক্ষ টাকা করে নিয়েছিলেন তিনি। এরপর দীর্ঘদিন কাটলেও চাকরি দেননি তিনি। এমনকি স্থানীয়রা গেলে বাড়ির বাইরেই দাঁড় করিয়ে রাখতেন তিনি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাকরির আশায় অপেক্ষা করতেন তাঁরা। কিন্তু জোটেনি চাকরি। এমনকি দেননি সেইসমস্ত টাকাও। বাড়িতে বেশ কিছু কুকুরও ছেড়ে রেখেছেন, যাতে তাঁরা ভিতরে না যেতে পারেন। তবে এবার সব সহ্যের বাঁধ ভাঙতেই বিক্ষোভে সামিল হন তাঁরা। তবে বিক্ষোভ দেখাতে গিয়েই ঘটনাস্থলে শুরু হয় ধস্তাধস্তি। ক্ষুব্ধ স্থানীয়রা বাড়িতে শিবশংকর নায়েক-কে না পেয়ে তাঁর স্ত্রী ও ছেলের উপর চড়াও হয়। অভিযোগ, শিবশংকর নায়েকের ছেলে ঘটনাস্থলে স্থানীয় এক মহিলার গায়ে হাত তোলেন। এরপরই ক্ষুব্ধ জনতা তাঁকে গাছে বেঁধে বেধড়ক মারধর করে।
তাঁদের আরও অভিযোগ, এই বিষয়ে স্থানীয় থানায জানাতে গেলে কোনও লিখিতভাবে কপি রাখেনি পুলিস। ফলে কোনও সুরাহাও মেলেনি। প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান তাঁরা।