এসএসসি-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন সিদ্ধার্থ মজুমদার। কয়েকমাস আগে এই সিদ্ধার্থ মজুমদারকেই আনা হয়েছিল দুর্নীতি রুখতে। মনে করা হচ্ছে, হাইকোর্টে নিয়োগ-দুর্নীতি নিয়ে জলঘোলা হওয়ার পর এসএসসি নিয়ে আরও কড়া রাজ্য সরকার। তাই মৌখিকভাবে পদ ছেড়ে দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছিল সিদ্ধার্থ মজুমদারকে। কিন্তু তার আগেই সিদ্ধার্থ মজুমদার নিজে থেকে ইস্তফা দিলেন। তারপরই এসএসসি-র নতুন চেয়ারম্যান হলেন শুভ্র চক্রবর্তী।
এসএসসির চেয়ারম্যান বদলের যে সম্ভাবনা রয়েছে, তার আঁচ এদিনই পাওয়া গিয়েছিল। আজ ঝাড়গ্রাম প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্যসচিব এবং স্কুলশিক্ষা সচিবের আলোচনা হয়। নির্দেশিকা জারি না করা হলেও মৌখিকভাবে সিদ্ধার্থ মজুমদার অর্থাৎ এসএসসির পূর্বতন চেয়ারম্যানকে তা জানিয়ে দেওয়া হয়। সিদ্ধার্থ মজুমদার কিছুদিন আগেই এসএসসি-র চেয়ারম্যান পদে বহাল হয়েছিলেন। যখন দুর্নীতি ঘটেছিল, তখন অবশ্য তিনি এই পদে ছিলেন না।