নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে গেল যাত্রীবাহী বেসরকারি বাস। এই ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের, আহত হয়েছেন কমপক্ষে ২৭ জন। বুধবার সকালে মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার ঘুঘুডাঙা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় বাসিন্দারাই আহত বাস যাত্রীদের উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিসবাহিনী।
দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার রাতে কলকাতা থেকে একটি বেসরকারি বাস রওনা হয়। বুধবার সকালে রায়গঞ্জ থানার ঘুঘুডাঙা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে যাত্রীবোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি হাস্কিং মিলের ভিতরে ঢুকে উল্টে যায়।
এই দুর্ঘটনায় বাসে থাকা ৫০ জন যাত্রীর মধ্যে ১ জন যাত্রীর মৃত্যু হয় এবং আহত হন ২৭ জন। তবে রাস্তার ধারে থাকা ফ্যাক্টরিতে লোক না থাকায় সেখানকার কেউই হতাহত হয়নি। দুর্ঘটনার পরই রায়গঞ্জ থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। স্থানীয় বাসিন্দাদের সাথে পুলিসও উদ্ধারকার্যে হাত লাগায়। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিস।