১৬ এপ্রিল, ২০২৪

Death: ওয়াটার রিজার্ভার থেকে উদ্ধার মৃত চিতাবাঘের দেহ! চাঞ্চল্য বাগডোগরায়
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-23 11:53:15   Share:   

চা বাগানের ওয়াটার রিজার্ভার (water reservoir) ট্যাঙ্কি থেকে মৃত চিতাকে (leopard) কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ফাঁসিদেওয়া বাগডোগরার (Bagdogra) হাঁসখোয়া চাবাগানের ওয়াটার রির্জাভারের। ঘটনায় শোকাহত স্থানীয়রা।

জানা যায়, রবিবার সকালে চা বাগানে কাজ করার সময় রিজার্ভারে চিতাবাঘটিকে দেখতে পাওয়া যায়। খবর পেয়েই ভিড় জমান স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর যায় বাগডোগরার হাঁসখোয়া বাগান কর্তৃপক্ষের কাছে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বাগডোগরা বনবিভাগ ও বাগডোগরা পুলিসকে। খবর পেয়ে তড়িঘড়ি বাগডোগরা বনবিভাগের রেঞ্জার সমীরণ রাজ ও পুরো টিম ঘটনাস্থলে পৌঁছয়। এরপর রিজাভার থেকে চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রবিবার সকালে চিতাবাঘটি জলের ওপর থেকে বের হ‌ওয়ার চেষ্টা করেছিল। তবে জলের গভীরতা থাকায়, তা সম্ভব হয়নি। পরে জলের ভেতরে ঢুকে পড়ে চিতাবাঘটি। বনবিভাগ সূত্রে জানা গিয়েছে, মৃত চিতাবাঘটিকে ময়নাতদন্তের জন্য বেঙ্গল সাফারিতে পাঠানোর হবে। তবে রিজার্ভারে ঢাকা না থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।


Follow us on :