Share this link via
Or copy link
একটি আমবাগান থেকে যুবকের মৃতদেহ উদ্ধার। শনিবার সাত সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার চাঁদপুর পাওয়ার হাউস সংলগ্ন আমবাগানে। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, পাওয়ার হাউসের পিছনে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জড়ো হন। মৃতদেহ দেখে তাঁরা বুঝতে পারেন, ওই যুবক বছর ২৬ শের তারিকুল শেখ। বাড়ি সামশেরগঞ্জ থানার অন্তরদীপা গ্রামেই। স্থানীয়দের সন্দেহ, তারিকুল শেখকে কেউ বা কারা খুন করেছে। কারণ স্বাভাবিক মৃত্যু হলে তা বাড়িতেই হত। তাছাড়া আমবাগানে কেন অস্বাভাবিকভাবে পড়ে থাকবে তাঁর মৃতদেহ। স্থানীয়রা আরও জানান, তারিকুল শেখের শরীরের বিভিন্ন জায়গায় দাগ দেখতে পান তাঁরা। ঘটনার খবর দেওয়া হয় সামশেরগঞ্জ থানায়। স্থানীয়দের দাবি, এই ঘটনার তদন্ত করুক পুলিস।
ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে পাঠিয়েছে সামশেরগঞ্জ থানার পুলিস। যদিও যুবকের মৃত্যুর আসল রহস্য এখনও জানা যায়নি। তবে সামশেরগঞ্জ থানার পুলিস জানিয়েছে, শরীরে কোনও ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিস পুরো বিষয়টার তদন্ত করে দেখছে।