২৯ মার্চ, ২০২৪

Land: জমি দখলের অভিযোগে নাম জড়াল অনুব্রতর দাদার বিরুদ্ধে
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-26 17:48:26   Share:   

গরু চুরির(cow smuggling) পর এবার জমি(land) চুরির অভিযোগ। ফের দুর্নীতির অভিযোগ অনুব্রত মণ্ডলের পরিবারের বিরুদ্ধে। জোর করে জমি দখলের অভিযোগ অনুব্রত মণ্ডলের দাদা সুব্রত মণ্ডলের বিরুদ্ধে। বোলপুরের বল্লভপুর মৌজায় তিন বিঘা জমি জাল দলিল(fake deed) বানিয়ে হাত বদলের অভিযোগ। ২০১৮ সালে জমি হাত বদলের কথা জানতে পারে জমির মালিক মজুমদার পরিবার। জমির মালিক অনন্তময়ী মজুমদার। সোনাঝুরি হাট থেকে কিছুটা দূরে বল্লভপুর মৌজায় এই জমি রয়েছে। জমির মালিক অনন্তময়ী মজুমদারের মেয়ে শুক্লা মজুমদার জানান, বোলপুর ভূমি সংস্কার দফতরে জানান হলেও কোনও লাভ হয়নি । এমনকী তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। বোলপুর থানায়(Bolpur police station) এফআইআর দায়ের করলেও কাজের কাজ কিছুই হয়নি। তিনি বলেন,তাঁর মা কাউকে জমি বিক্রিও করেননি ও জমি দানও করেননি। অদ্ভুতভাবে হাত বদল হয়ে যায় এই জমির। যদিও তাঁদের কাছেই ভুমিসংস্কার দফতরে  জমি রেকর্ড করার আসল নথি আছে। 

শুক্লা মজুমদার বলেন, তারা জানতে পারেন ভূমি সংস্কার দফতরে বলরাম ভট্টাচার্য, কৃষ্ণরায় ভট্টাচার্য, বামাপ্রসাদ ভট্টাচার্য, ও ভৃগুরাম ভট্টাচার্যর নামে এই জমি রেকর্ড করানো আছে। যা আসল নয়। তবে এই চারজনের অস্তিত্ব আদৌ আছে কীনা তা প্রশ্নের মুখে। জমি ফেরত পেতে আদালতের দ্বারস্থ হয় পরিবার। দীর্ঘ ৬ বছর ধরে মামলা চলছে। জানা গেছে গত দুবছর আগে অনন্নময়ী মজুমদার মারা যান। এখন জমি কবে ফিরে পান তার অপেক্ষায় দিন গুনছে মজুমদার পরিবার। 


Follow us on :