আমতা থানার ওসি-কে সরিয়ে দেওয়া হল। বৃহস্পতিবার রাতে তাঁকে সরানোর নির্দেশ জারি হয়।তাঁকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় নতুন ওসি হলেন কিঙ্কর মণ্ডল।
উল্লেখ্য, ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল আমতা থানার সামনে মিছিল করে এসে বিক্ষোভ দেখান আনিসের পরিবার ও এলাকার বাসিন্দারা। ধৃত দুই পুলিসকর্মীও ওসির বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য করেছিলেন। একের পর এক চাপ আসায় প্রশাসন ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হল বলা যায়।
উল্লেখ্য, বৃহস্পতিবার আমতা থানা ঘেরাও করেছিলেন আনিসের পরিবার ও গ্রামবাসীরা। তাঁদের একটাই দাবি, ধরতে হবে প্রকৃত দোষীকে। যদিও থানার তরফে পর্যাপ্ত ব্যারিকেড করে রাখা হয়। গোটা আমতাবাসী যেন এদিন পৌঁছে গিয়েছিল থানার বাইরে। আমতা থানার ওসিকে গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখান থানার বাইরে। ব্যারিকেড ভাঙার চেষ্টাও করেছিলেন আন্দোলনকারীরা।