ব্রেকিং নিউজ
The-High-Court-has-suspended-the-appointment-of-1500-posts-in-the-fire-department
Fire Brigade: দমকলে ১৫০০ পদে নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-07-04 16:55:20


শিক্ষার পর দমকল বিভাগে নিয়োগেও দুর্নীতির অভিযোগ। আর তার জেরে ওই বিভাগে প্রায় ১৫০০ পদে নিয়োগে স্থগিতাদেশ দিল হাইকোর্ট। আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত স্থগিতাদেশ।

উল্লেখ্য, দমকল বিভাগে প্রায় ১৫০০ পদে অপারেটর নেওয়ার বিজ্ঞপ্তি দিয়েছিল রাজ্য। ২০১৮ সালে লিখিত পরীক্ষা হয়। মামলাকারীদের অভিযোগ, দুটি প্রশ্ন ভুল ছিল। এমনকি, যদি দু'জন প্রার্থী একই নম্বর পান, তাহলে যাঁর মৌখিক পরীক্ষায় নম্বর বেশি, তাঁকে চাকরি দেওয়া হচ্ছে। এই ধরনের একাধিক অনিয়মের অভিযোগ রয়েছে বলে আদালতে অভিযাগ জানানো হয়।

প্রাথমিক এবং মাধ্যমিকে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ ঘিরে ইতিমধ্যেই সরগরম রাজ্য। আদালতের নির্দেশে তদন্ত চালাচ্ছে সিবিআই। ইতিমধ্যেই রাঘব বোয়ালদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে আর ওই পদে রাখেনি নবান্ন। দীর্ঘ লড়াইয়ের পর চাকরি পেয়েছেন ক্যান্সার আক্রান্ত সোমা দাস। সোমবারই মেখলিগঞ্জে মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের স্কুলে যোগ দিয়েছেন আন্দোলনকারী ববিতা সরকার।

এবার সামনে এল রাজ্য সরকারের আরও একটি গুরুত্বপূর্ণ দফতর, দমকল। এখানে এবার কেঁচো খুঁড়তে কী বের হয়, সেটাই দেখার।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন