নবম-দশমের সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল আদালত। আগামী ১৭ জুন পর্যন্ত বহাল থাকবে স্থগিতাদেশ। ২০১৬ র এসএলএসটি-র নম্বর প্রকাশের নির্দেশ। নবম-দশম শিক্ষক নিয়োগের নম্বর বিভাজন প্রকাশ করারও নির্দেশ দিয়েছে আদালত। প্যানেল এবং ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের তালিকা নম্বর সহ প্রকাশ করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশনগুলিও আপলোড করতে হবে। ২১ শে মের মধ্যে নম্বর বিভাজন প্রকাশের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
"স্বচ্ছতাই হচ্ছে দুর্নীতির প্রতিষেধক। নবম-দশমের শিক্ষক নিয়োগের মূল প্যানেল এবং ওয়েটিং লিস্ট প্রকাশ করলেও সেখানে নামের পাশে কোনও নম্বর দেওয়া নেই। এখান থেকেই সন্দেহের উদ্রেক হয়। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে ব্যর্থ হয়েছে এসএসসি। নম্বর প্রকাশ করলে কার কী ক্ষতি হত, সেটা স্পষ্ট নয়। প্যানেলের মেয়াদ শেষ হয়ে গিয়েছে বলে মামলা গ্রহণযোগ্য নয়, রাজ্যের এই যুক্তি গ্রহণযোগ্য নয়। কারণ প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও নিয়োগে বেনিয়মের অভিযোগে রাজ্য বেশ কয়েকজনের নিয়োগ বাতিল করেছে।
সরকারি সমস্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকা প্রয়োজন। শুধু সরকারি কেন, সমাজের সর্বস্তরে স্বচ্ছতা থাকা প্রয়োজন।"-পর্যবেক্ষণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
উল্লেখ্য, প্যানেলে অস্বচ্ছতার অভিযোগে মামলা করেন এক চাকরিপ্রার্থী সোমা সিনহা। সেই মামলাতেই এই নির্দেশ।