রুল ইস্যু করার আগে শেষ সুযোগ। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে আজ বিকেল তিনটের মধ্যে সিবিআই অফিসে হাজির হওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, আজ আবার সুযোগ দিচ্ছি। যদি তিনি তা না করেন, তাহলে বিকেল তিনটের পর কোর্ট পরবর্তী নির্দেশ দেবে। আগের নির্দেশ মেনে ১৭ মে রাত আটটায় তিনি নিজাম প্যালেসে হাজির না হওয়ায় আজ আদালত অবমাননার মামলা হয়। সেই মামলাতেই এই নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার (১৭ মে) রাত আটটার মধ্যে সিবিআই দফতরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীকে। কিন্তু সেই নির্দেশ মানেননি শিক্ষামন্ত্রী। তাই তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন আইনজীবী। তাঁর অভিযোগ, গত ১৭ মে থেকে আজ (১৯ মে) পর্যন্ত সিবিআই দফতরে আসেননি মন্ত্রী। এটা আদালত অবমাননার সমান।
অন্যদিকে, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফ থেকে পরেশ অধিকারীর আগের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলা পাঠানো হল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে। সিঙ্গল বেঞ্চের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রথমে পরেশ অধিকারী আসেন বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে। তবে মামলা থেকে অব্যাহতি নিয়েছিল বিচারপতি ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফ থেকে এই মামলা শোনার জন্য দেওয়া হল নতুন বেঞ্চ। দুপুর দুটোয় শুনানি।