২০ এপ্রিল, ২০২৪

Chitfund: পৈলান গ্রুপের আমানতকারীদের টাকা ফেরানো শুরু করল কমিশন
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-16 20:37:21   Share:   

পৈলান চিটফান্ডের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া শুরু করল তালুকদার কমিশন। মঙ্গলবার মোট ৫০০ জন আমানতকারী, যাদের ১০ হাজার টাকার নিচে বকেয়া ছিল, তাদের ডেকে পাঠিয়ে পাওনা মিটিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে।

এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট অরিন্দম দাস কী জানিয়েছেন, আসুন শুনে নিই।

অবশ্য, তালুকদার কমিশন এই একটিমাত্র চিটফান্ড কোম্পানি নিয়েই পড়ে নেই। কমিশনের বিচারাধীন রয়েছে নয় নয় করে ৫৩টি কোম্পানি। এক মধ্যে তিনটি কোম্পানির টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে। আরও ১২ থেকে ১৩টি কোম্পানির পর্যাপ্ত অর্থ কমিশনের ঘরে এসেছে। সেটাও আগামীদিনে ফেরত দেওয়া শুরু হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।  তাই অন্য কোম্পানির আমানতকারীরাও কমিশন অফিসে আসছেন, প্রয়োজনীয় কাগজপত্র জমা করতে। তেমনই একজন কী বলছেন, শোনা যাক।


Follow us on :