২৫ এপ্রিল, ২০২৪

Mamata: রব্বানীকে সরিয়ে সংখ্যালঘু দফতর খোদ নিজের হাতে নিলেন মুখ্যমন্ত্রী
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-27 17:55:51   Share:   

সংখ্যালঘু দফতর খোদ নিজের হাতে নিলেন মুখ্যমন্ত্রী (CM)। সোমবার সংখ্যালঘু (Minority) দফতর নিয়ে নবান্নের (Nabanna) বৈঠকের পর এমন সিদ্ধান্ত বলে খবর নবান্ন সূত্রে। সাগরদীঘিতে হারের পর এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে। সংশ্লিষ্ট দফতরের রাষ্ট্রমন্ত্রী ছিলেন গোলাম রব্বানী। এবার সংখ্যালঘু দফতর মুখ্যমন্ত্রী নিজে দেখবেন। সূত্রের খবর, সাগরদিঘির উপনির্বাচনে পরাজয়ের পরে, এই ফলাফল নিয়ে তৃণমূলের অন্দরে কাটাছেঁড়া শুরু হয়। সংখ্যালঘু ভোট তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়েছে কিনা, সেই প্রশ্নও উঠতে শুরু করে।


এতদিন ওই দফতরের দায়িত্বে ছিলেন গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানী। তাঁকে উদ্যান পালন দফতরের দায়িত্ব দেওয়া হল। সংখ্যালঘু উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী হচ্ছেন মালদহের হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন। তাজমুল বর্তমানে ক্ষুদ্র এবং কুটির শিল্প দফতরের প্রতিমন্ত্রী। এবার তার সঙ্গে সংখ্যালঘু দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল তাজমুলকে। সাগরদিঘীর ফলের পরে সংখ্যালঘু দফতর নিয়ে বড় সিদ্ধান্ত? উঠছে প্রশ্ন।


Follow us on :