ঝালদায় তপন কান্দু খুনের ঘটনায় ৮৯ দিনের মাথায় সোমবার চার্জশিট দিল সিবিআই। এদিনই প্রথম চার্জশিট জমা দিল সিবিআই। তাদের আইনজীবী জেলা আদালতে চার্জশিট দাখিল করেন৷ পুরুলিয়া আদালতে ধৃত ৫ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। একইসঙ্গে এই তদন্ত যে শেষ হয়নি, তা জানিয়ে তদন্ত চলবে এমনটাই আদালতকে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, ৩০ পাতার ওই চার্জশিটে মূলত ধৃত ৫ জনকেই অভিযুক্ত করা হয়েছে৷ এই খুনের ঘটনায় এখনও দুই শুটারকে গ্রেফতার করতে পারেনি সিবিআই৷ তদন্তে আর কোনও অগ্রগতি হলে সিবিআই সেক্ষেত্রে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করবে বলে সূত্রের খবর৷
প্রসঙ্গত, গত ১৩ মার্চ গুলি করে হত্যা করা হয় কাউন্সিলর তপন কান্দুকে। ঘটনার তদন্তে নামে জেলা পুলিস। প্রথম থেকেই মৃতের স্ত্রী পূর্ণিমা কান্দু সিবিআই তদন্তের দাবি করেন। উল্লেখ্য, গত ৬ এপ্রিল আদালতের নির্দেশে সিবিআই এই খুনের মামলার দায়িত্ব নেয়। সেসময় সিট অভিযুক্ত নরেন, দীপক কান্দু, আসিফ খান এবং কলেবর সিংকে গ্রেফতার করে। পরে সত্যবান প্রামাণিককে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা। আজ এই পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই।