ফের ভাঙল ডেবরার (Debra) ট্যাবাগেড়িয়া এলাকায় কংসাবতী (Kangsabati) নদীর ওপর অস্থায়ী বাঁধ(Badh Broken)। এর জেরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) ডেবরা মূল বাজারের সঙ্গে ভরতপুর, গোলগ্রাম সহ চারটি পঞ্চায়েত এলাকার একাধিক গ্রাম।
প্রসঙ্গত, শেষ বছরে নভেম্বর-ডিসেম্বর মাস নাগাদ মোরাম, বালি দিয়ে অস্থায়ী বাঁধ নির্মাণ হয় কংসাবতী নদীর ওপর। ট্যাবাগেড়িয়া এলাকায় কংসাবতী নদীর ওপরে বাঁধ দিয়ে চলত নিত্যদিনের যাতায়াত। শনিবার কংসাবতী নদীর প্রবল জলের চাপে ভেঙে যায় সেই অস্থায়ী বাঁধটি। ঘুরপথে প্রায় দশ কিংবা বারো কিলোমিটার দূর দিয়ে ঘুরতে হচ্ছে ডেবরা বিডিও কিংবা হাসপাতালে আসার জন্য। দ্রুত কংক্রিটের বাঁধ তৈরীর দাবি তুলেছেন সাধারণ মানুষ।
গ্রামবাসী জানান, হঠাৎ করে বাঁধ ভেঙে যাওয়ায় খুবই অসুবিধের মুখে পড়তে হয়েছে। যাতায়াতে বড় সমস্যা দেখা দিয়েছে। পরিষেবা ব্যাহত হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব মজবুত বাঁধ তৈরি করে দিলে তা সকলের জন্যই ভালো।