ব্রেকিং নিউজ
Coochbehar: ছিঃ! স্কুলের মধ্যেই ৪ বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনে গ্রেফতার শিক্ষক
HomestateCoochbehar: ছিঃ! স্কুলের মধ্যেই ৪ বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনে গ্রেফতার শিক্ষক
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-05-11 17:33:43
স্কুলের (School) মধ্যেই সাড়ে চার বছরের শিশুকে (Child) যৌন নির্যাতনের (Sexual Abuse) অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মাথাভাঙা মহকুমার নিশিগঞ্জ এলাকায়। ঘটনায় ক্ষুব্ধ ওই শিশুর অভিভাবক (Gurdian) সহ কয়েকশো গ্রামবাসী (Villagers) বুধবার অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বেসরকারি ওই স্কুল (Private School) ঘেরাও করে বিক্ষোভ দেখান। পরে তাঁরা কোচবিহার থেকে মাথাভাঙা যাওয়ার রাজ্য সড়ক অবরোধে করে বিক্ষোভ শামিল হন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ। গ্রামবাসীরা স্কুল ঘেরাও করতেই অভিযুক্ত শিক্ষক স্কুলের পাশেই একটি বাড়িতে গিয়ে আত্মগোপন করেন। পরে পুলিস অভিযুক্ত শিক্ষককে সেখান থেকে গ্রেফতার করে মাথাভাঙা থানায় নিয়ে যায়। পথ অবরোধের ফলে রাস্তার দুই পাশে যানজট লেগে যায়। পরে পুলিসের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শনিবার ওই শিশুটিকে স্কুলের মধ্যেই যৌন নির্যাতন করে অভিযুক্ত। এদিন অসুস্থ ওই শিশুকন্যাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে বিষয়টি বুঝতে পারেন অভিভাবকরা। ঘটনায় এখনও পুলিসে লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিস অবশ্য ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে।