চাকরি (job) দেওয়ার নাম করে টাকা (Money) তোলার অভিযোগ। প্রতিবাদ (protest) করলেই প্রকাশ্যে যুবককে আগ্নেয়াস্ত্র (fire arms) দিয়ে মারার চেষ্টা। ঘটনার ভিডিও প্রকাশ আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে কোচবিহার পুণ্ডিবাড়ি থানার অন্তর্গত সাজেরপার এলাকায়। ঘটনায় অভিযুক্ত নরোত্তম সরকারের বিরুদ্ধে পুণ্ডিবাড়ি থানায় লিখিত অভিযোগে দায়ের করেছেন সাগর রায় নামে যুবক। তদন্তে পুণ্ডিবাড়ি থানার পুলিস(police)।
সাগর রায়ের অভিযোগ, অজিত সরকার বহু মানুষের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা আদায় করে। আর সেই টাকা ফেরত দেওয়ার জন্য এলাকার বেশ কয়েকজন যুবক একটি মিটিং করেছিলেন। সেখানে টাকা ফেরত দেওয়ার কথা স্বীকার করেছিলেন অভিযুক্ত অজিত সরকার। তবে টাকা ফেরত দেননি।
এরই মাঝে রবিবার রাতে অজিত সরকারের বাবা নরোত্তম সরকার পুণ্ডিবাড়ি এলাকায় একটি ধাবার সামনে সাগর রায় ও তাঁর ভাইকে পেয়ে প্রকাশ্যে পিস্তল বের করে মারার চেষ্টা করে বলে অভিযোগ।
তবে স্থানীয়দের চেষ্টায় তাঁরা বেঁচে যান। পরে তাঁরা গোটা ঘটনা পুলিসকে জানিয়েছেন। সূত্রের খবর, নরোত্তম সরকার ওই ধাবায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করে। নিরাপত্তারক্ষীর কাছে কিভাবে পিস্তল এল, তা নিয়ে উঠছে প্রশ্ন।