২৯ মার্চ, ২০২৪

Assembly: বিধানসভায় সরকারকে সংবিধানের পাঠ শুভেন্দুর! বিরোধী দলনেতাকে 'ভাই' সম্বোধন মুখ্যমন্ত্রীর
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-25 16:11:50   Share:   

বিধানসভায় একাধিক ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে সরব শুভেন্দু অধিকারী (Suvednu Adhikary)। তিনিও বলেন, 'সংবিধানের ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল মানা হচ্ছে না। ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি‌ করছে।' সংবিধান দিবস (Constitution Day) নিয়ে বিবৃতি দিতে গিয়ে রাজ্য সরকারের (Bengal Government) উদ্দেশে একথা বলেন বিরোধী দলনেতা। সংবিধান দিবস উপলক্ষে বিধানসভায় শুভেন্দু অধিকারীর বক্তব্য। তিনি জানান, 'প্রশাসনিক সভাতে বিরোধী দলের বিধায়ককে আমন্ত্রণ জানানো হয় না। আশা করি যথাসময়ে পুরসভা নির্বাচন হবে। দিনের পর দিন বিভিন্ন ইনস্টিটিউশনে নির্বাচন হয় না। আমরা-ওরার প্রাচীর ভেঙে দেওয়া উচিত। নিয়োগ, বদলি স্বচ্ছতা রাখা উচিত। বিচারব্যবস্থায় সরকারি হস্তক্ষেপ করা ঠিক নয়। সংবিধানের চতুর্থ স্তম্ভ ভোটের সময় মিডিয়া আক্রান্ত হয়।'

এখানেই থামেননি বিরোধী দলনেতা, শুভেন্দু অধিকারী বলেন, 'বামফ্রন্টের সময় রাজনীতির বাইরে একটা রেশন কার্ড দেওয়া হতো না। আজকের পর থেকে এটা হবে না আশা করি। সরকারি অনুষ্ঠানে বিধায়কদের দলগতভাবে মর্যাদা দেওয়া হয়। প্রয়াত দ্বিজেন মুখোপাধ্যায়ের ভোটও কেউ দিয়ে গেলেন, এগুলো বন্ধ হোক।'

যদিও বিরোধী দলনেতাকে 'ভাই' সম্বোধন করে মুখ্যমন্ত্রী জানান, 'আমার ছোট ভাইয়ের মতো। যাকে স্নেহ করতাম, সে বলল বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি, ফর দ্য পার্টি। আমি তো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বলতে পারি, বাই দ্য এজেন্সি, ফর দ্য এজেন্সি, অফ দ্য এজেন্সি।' তাঁর মন্তব্য, 'বেঙ্গল বিজনেস সামিটে আপনারা যাননি। রাজ্যপালের শপথ অনুষ্ঠানে যাননি। আপনারা ডাকলেও যান না। চলচ্চিত্র উৎসবে আপনাদের সবার আমন্ত্রণ থাকল।' শুভেন্দুর করা 'সঠিক সময়ে নির্বাচন হয় না' মন্তব্য প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, 'রোজ রোজ নির্বাচন করলে উন্নয়ন ব্যাহত হয়। ত্রিপুরাতে ৫০ শতাংশ আসনে ভোট হয়নি। উত্তর প্রদেশেও তাই হয়েছে।'


Follow us on :