ফের অ্যাসিড হামলার অভিযোগ। স্ত্রীর উপর অ্যাসিড হামলার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। অ্যাসিড আক্রান্ত স্ত্রীকে শ্বশুরবাড়ির সামনে ফেলে চম্পট দিল অভিযুক্ত স্বামী। অ্যাসিড আক্রান্ত গৃহবধূ মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিবাহ-বহির্ভূত সম্পর্কের সন্দেহেই স্ত্রীর ওপর হামলা বলে অভিযোগ। স্বামী সবসময় সন্দেহ করত, হাসপাতালের বেডে শুয়ে জানালেন অ্যাসিড আক্রান্ত স্ত্রী। অভিযুক্ত স্বামী জ্যোতিষ মণ্ডলের খোঁজ চালাচ্ছে পুলিস।
জানা গেছে, মালদার হবিবপুর থানার বুলবুলচণ্ডীর বাসিন্দা ওই গৃহবধূ। নাবালিকা অবস্থাতেই প্রায় ১৫ বছর আগে সম্বন্ধ করে বিয়ে হয় মালদার গাজলের বাসিন্দা জ্যোতিষ মণ্ডলের সঙ্গে। স্বামী পেশায় কাপড় ব্যবসায়ী। ওই দম্পতির ১৪ বছরের এক পুত্রসন্তান রয়েছে।
স্ত্রীর দাবি, তাঁকে দীর্ঘদিন ধরে নানাভাবে সন্দেহ করত স্বামী। এনিয়ে মাঝেমধ্যে দাম্পত্য কলহ হয়। শ্বশুরবাড়ির লোকজনকে স্বামীর চিকিৎসা করানোর জন্য অনুরোধ করেছিলেন তিনি। গতকাল রাতে ঝগড়া, অশান্তির সময় মুখে অ্যাসিড দিয়ে হামলা চালায় স্বামী, এমনই অভিযোগ তাঁর। গাজোল থানায় ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিস।