ব্রেকিং নিউজ
Student Murder: সুতপাকে খুন করার জন্য ছুরি কিনেছিল কোন দোকান থেকে, দেখাল সুশান্ত
HomestateStudent Murder: সুতপাকে খুন করার জন্য ছুরি কিনেছিল কোন দোকান থেকে, দেখাল সুশান্ত
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-05-14 12:32:26
সুতপাকে খুনের জন্য ব্যবহৃত ছুরি যে দোকান থেকে সে কিনেছিল, তার হদিশ দিল সুশান্ত। বহরমপুর গার্লস কলেজের ছাত্রী সুতপা চৌধুরী খুনের ঘটনায় তদন্তের জাল ক্রমশ গুটিয়ে আনছে পুলিস। ওই ঘটনায় মূল অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে জেরা করে যে তথ্য পাওয়া গিয়েছে, সেগুলি পরীক্ষা করার পাশাপাশি প্রমাণ সংগ্রহ করছেন তদন্তকারী আধিকারিকরা। সেই উদ্দেশ্য নিয়েই বৃহস্পতিবার রাতে সুশান্তকে নিয়ে যাওয়া হয় মালদহে তার বাড়ির এলাকায়। সুতপাকে খুনের জন্য ব্যবহৃত ছুরিটি যে দোকান থেকে কেনা হয়েছিল, তার হদিশ দেয় সুশান্ত। এইভাবেই গোটা তদন্তের 'মিসিং লিংক' খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিস। দুদিন পুলিসি হেফাজতের মধ্যেই মালদহ থেকে ঘুরিয়ে এনে ফের শনিবার কোর্টে নিয়ে আসা হয় অভিযুক্তকে।
সুশান্ত বারবার সুতপাকে উত্যক্ত করত, বিরক্ত করত, হুমকি দিত বলে সুতপার বাবা স্বাধীনবাবু দাবি করছেন। এমনকি এই সব কারণে তিনি ২০১৭ সালে মালদহ মহিলা থানায় সুশান্তের নামে ডায়েরিও করেছেন বলে শোনা গিয়েছে। যদিও এদের দুজনের যেসব ছবি পাওয়া যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে, দুজের সম্পর্ক একসময় যথেষ্ট ভালোই ছিল। ফলে কীভাবে সেই সম্পর্ক ভেঙে গেল, সেটাই অনেকের কাছে আশ্চর্যের বিষয় মনে হচ্ছে। বিশেষ করে এই ছবিগুলি দেখার পর সেই প্রশ্ন আরও জোরালো হয়ে উঠেছে।