রয়েছে সরকারি হাসপাতাল। কিন্তু তাতে দাঁড়ানোর মতো নেই যথেষ্ট জায়গা। রোদ, ঝড়, বৃষ্টিতে একইভাবে হাসপাতালের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় রোগীর পরিবার-পরিজনদের। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। হাসপাতালে বসার জায়গা না থাকায়, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে গর্ভবতী থেকে অন্যান্য রোগীরা। এই ছবি ধরা পড়ল মুর্শিদাবাদের সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালের।
তাঁদের অভিযোগ, সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালের বাইরে রোগী বা তাঁদের পরিজনের জন্য নেই কোনও বসার জায়গা বা বিশ্রামঘর। তাই শুক্রবার সকাল থেকে সাগরদিঘিতে বৃষ্টি শুরু হওয়ায় তার মধ্যেই চিকিৎসা করাতে আসেন রোগীরা। তাঁদের অপেক্ষাও করতে হয় হাসপাতালের বাইরে। হাসপাতাল কর্তৃপক্ষকে একাধিকবার বলেও মেলেনি কোনও সুরাহা। হেলদোল নেই প্রশাসনেরও। তাঁরা চাইছেন, বর্ষার আগেই সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীদের বাইরে বসার জন্য ছাউনি বা বিশ্রাম ঘর তৈরি করুক হাসপাতাল কর্তৃপক্ষ।