ঝালদা পুরনো থানায় অগ্নিকাণ্ড। আচমকা অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সোমবার দুপুরে থানা চত্বরে আগুন লাগে। থানা চত্বরে সার দিয়ে রাখা ছিল মোটরসাইকেল। সেই মোটরসাইকেলগুলি আগুনে ভস্মীভূত। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের জেরে থানার একাংশ পুড়ে যায়। শর্ট সার্কিটের মাধ্যমে এই আগুন লাগতে পারে বলে অনুমান।
ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের তদন্তে তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে ওই ঝালদা পুরনো থানার। এই থানার সার্ভার রুমেই সিবিআই টেকনিক্যাল বিশেষজ্ঞরা যান সিসিটিভির ফুটেজ সংগ্ৰহ করতে। এখানেই থানার একটি ঘরে সংরক্ষিত রয়েছে ওই ফুটেজ।
নানা দিক থেকে গুরুত্বপূর্ণ এই ঝালদা থানায় অগ্নিকাণ্ডের জেরে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।