২৪ এপ্রিল, ২০২৪

Dengue: এবার ডেঙ্গির বলি খোদ স্বাস্থ্যকর্তা, রাজ্যে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার পার
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-04 11:25:44   Share:   

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গি আক্রন্তের (Dengue) সংখ্যা। এবার ডেঙ্গির বলি খোদ স্বাস্থ্যকর্তা অনির্বাণ হাজরা। তিনি বেলেঘাটা আইডি হাসপাতালের সহ-সুপার পদে কর্মরত ছিলেন। ডেঙ্গি আক্রান্ত অবস্থায় বেলাঘাটা আইডি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন অনির্বাণ হাজরা। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ হাজার পেরিয়েছে। অপরদিকে, ডেঙ্গিতে মৃতের (Death) সংখ্যা ৭০ ছাড়িয়েছে। গত সপ্তাহের পরিসংখ্যান অনুযায়ী, ওই সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৫ হাজার ৩৯৬। রেকর্ড, ২০১৭ সাল থেকে ২০২২ সালের মধ্যে সাপ্তাহিক আক্রান্তের দিকে সর্বাধিক গত সপ্তাহের আক্রান্তের সংখ্যা।

এই মুহূর্তে পজিভিটি রেটের শীর্ষে রয়েছে কলকাতা (Kolkata) ২৪.০৮ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, ২৪.০৫ শতাংশ। হুগলিতে ২০.৮ শতাংশ, কালিম্পং ১৯.০৫ শতাংশ। স্বাস্থ্যবিদরা জানাচ্ছেন, অত্যধিক হারে ডেঙ্গি বাড়ার কারণ, প্রথমত, আবহাওয়ার খামখেয়ালিপনা, দ্বিতীয়ত, মানুষের অসচেতনতা।

এছাড়াও জানা গিয়েছে, ডেঙ্গি ১-এর পাশাপাশি ডেঙ্গি ২ ও ডেঙ্গি ৩-তেও আক্রান্ত হচ্ছেন অনেকে। একবার যারা আক্রন্ত হয়েছেন, তাঁরাও দ্বিতীয়বার আক্রান্ত হচ্ছেন। এদিকে, ডেঙ্গি প্রতিরোধে ব্যর্থ কলকাতা পুরসভা, এই দাবিতে বৃহস্পতিবার কলকাতা পুরসভা অভিযানের ডাক দিয়েছিল বিজেপি যুব মোর্চা। সেই অভিযান ঘিরে ধুন্ধুমার বাঁধে মধ্য কলকাতায়। পুলিসি বাধা পেয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখা বিজেপি কর্মী-সমর্থকরা।


Follow us on :