ঘূর্ণিঝড় অশনির (Cyclone Asani) সঙ্গে মোকাবিলায় প্রস্তুত রাজ্য (West Bengal)। দক্ষিণবঙ্গের (South Bengal)সব জেলায় জারি করা হয়েছে সতর্কতা। উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। জেলায় জেলায় হাজির রয়েছে এনডিআরএফ (NDRF)-এর দল। তৈরি রাখা হয়েছে ফ্লাড সেন্টারগুলিও।
কলকাতায়ও (Kolkata) আলাদা করে সতর্কতা অবলম্বন করেছে প্রশাসন। কলকাতা পুরসভার (Kolkata Municipality) পক্ষ থেকে জল জমার যন্ত্রণা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে সবকটি পাম্পিং স্টেশনকে কাজে নামানো হবে বলে জানিয়েছে প্রশাসন।
হাওয়া অফিস (Alipore Meteorological Department) সূত্রে খবর,উপকূলের জেলাগুলিতেও সেভাবে কোনও সংকট আনবে না অশনি। তবে অশনির প্রভাবে কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে (East Medinipur) মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।অন্যান্য জেলাগুলিতেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা।
অন্যদিকে দিল্লির মৌসম ভবন বা আইএমডি (IMD) জানিয়েছে,অশনি ঘূর্ণিঝড়টি আজ অর্থাৎ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাকিনাড়া-বিশাখাপত্তনম উপকূলের কাছাকাছি পৌঁছাতে পারে এবং তারপরে অন্ধ্র উপকূল বরাবর কাকিনাডা এবং বিশাখাপত্তনম ( পূর্ব ও পশ্চিম গোদাবরী এবং বিশাখাপত্তনম জেলা) এর মধ্যে অগ্রসর হতে পারে।
ঘূর্ণিঝড়টি অন্ধ্র উপকূলে ৭৫-৮৫ কিমি ঘন্টা থেকে ৯৫ কিমি ঘন্টা এবং উড়িষ্যা উপকূলে ৪৫-৫৫ কিমি ঘন্টা থেকে ৬৫ কিমি ঘন্টা পর্যন্ত বাতাসের গতিবেগ থাকবে।