২৯ মার্চ, ২০২৪

Bankura: বাদাম ভেবে বিষাক্ত ফল খেয়ে অসুস্থ এক মহিলা-সহ ৮ শিশু, ৯ জনই চিকিৎসাধীন
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-31 11:32:48   Share:   

বাদাম ভেবে বিষাক্ত ফল খেয়ে অসুস্থ হয়ে পড়ল ৮ জন শিশু। সকলের চিকিৎসা চলছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনা ঘটেছে বাঁকুড়ার ওন্দা থানার রামসাগরের তেঘরিয়া গ্রামে। গ্রামবাসী সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে স্কুল থেকে ফিরে বাচ্চারা মাঠে খেলতে যায়। খেলার সময় ভ্যারেন্ডা নামক ফল কুড়িয়ে সেই ফলের বীচ বের করে বাদাম ভেবে খেয়ে ফেলে শিশুরা। সন্ধ্যায় গ্রামের বেশ কয়েকজন শিশু বমি,পায়খানা ও পেট ব্যাথার উপসর্গ শুরু হলে শিশুদের নিয়ে যাওয়া হয় প্রথমে রামসাগর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে। সেখান থেকে ওন্দা সুপার স্পেশালিটি তারপর সেখান থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গিয়েছে, গ্রামের ৮ জন শিশু এই মুহুর্তে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। শিশুরা যে ফল খেয়েছিল সেই ফল খেয়ে দেখে অসুস্থ হয়ে পরেন বছর ৪৫-এর এক মহিলা। তিনিও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। গ্রামবাসী সূত্রে জানা গিয়েছে অসুস্থ শিশুদের বয়স ৬ থেকে ১৪ বছরের মধ্যে। পরিবারের লোকজন শিশুরা যে ফল খেয়েছে সেই ফলও চিকিৎসকদের দেখিয়েছেন। প্রত্যেকে আপাতত সুস্থ রয়েছে বলে খবর।


Follow us on :