২৫ এপ্রিল, ২০২৪

weather update: দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিবর্তন দেখা যাবে বুধবার থেকে, আপাতত আকাশ পরিষ্কার
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-16 09:39:14   Share:   

ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department) জানিয়েছে, বর্ষা প্রায় বিদায় নিয়েছে উত্তরবঙ্গ (North Bengal) থেকে। অন্যদিকে দক্ষিণবঙ্গের (South Bengal) বেশিরভাগ জায়গায় আগামী দু'দিনের মধ্যে বর্ষা বিদায় নিতে পারে। তবে এরমধ্যেও রয়েছে বৃষ্টির (rain) সম্ভাবনা দক্ষিণবঙ্গে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৮ ই অক্টোবর মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, নদিয়ায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা বেশি। তবে বুধবার থেকে কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে ঘূর্ণাবর্তের জেরে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে পূর্বাভাসে জানানো হয়েছে, মূলত শুষ্ক থাকবে ২০ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়া। তবে তেমন সম্ভাবনা নেই বৃষ্টির। পাশাপাশি আগামী পাঁচদিন উত্তরবঙ্গের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

অন্যদিকে হাওয়া অফিস সূত্রে খবর, একটি ঘূর্ণাবর্ত উত্তর আন্দামান সাগরে তৈরি হবে ১৮ অক্টোবর। সেটি অগ্রসর হতে পারে উত্তর পশ্চিম দিকে। সেখান থেকে তা শক্তি সঞ্চয় করে নিম্নচাপের আকার নেবে ২০ অক্টোবর।

একই আবহাওয়া থাকবে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায়। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯১ শতাংশ , সর্বনিম্ন ৫০ শতাংশ। 


Follow us on :