কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করল করণদিঘি থানার পুলিস। এই ঘটনায় পাচারচক্রের দুই পান্ডাকে গ্রেফতার করেছে পুলিস। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ৩৪ নম্বর জাতীয় সড়কের দোমোহনায় সাপের বিষ সহ দুজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধৃত বেলালা আলির বাড়ি বাহিন এলাকার বিপ্রডাঙ্গি গ্রামে। অন্যজন তালিম সেখের বাড়ি রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকার নুসরাতপুরে।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বুলেটপ্রুফ জারবন্দি সাপের বিষ, যার বর্তমান বাজারমূল্য প্রায় এক কোটি বলে মনে করছে পুলিস।
ধৃতদের আজ ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। এই সাপের বিষ কোথা থেকে কোথায় যাচ্ছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে করনদিঘি থানার পুলিশ।