১৮ এপ্রিল, ২০২৪

Smuggling: পাচারের আগে উদ্ধার রেড পাণ্ডা ও চিতাবাঘের চামড়া
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-17 14:06:08   Share:   

পাচারের (Smuggling) আগেই উদ্ধার হল বিরল প্রজাতির দুটি রেড পাণ্ডা (Red Panda) এবং একটি চিতাবাঘের (Leopard) চামড়া। গ্রেফতার ভিনদেশি তিনজন পাচারকারী। জলপাইগুড়ির বৈকুন্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জের অভিযানে এই সাফাল্য মেলে। জানা গিয়েছে, গতকাল রাতে নেপালের (Nepal) তিনজন পাচারকারী একটি মোটরবাইকে পাচারসামগ্রীগুলি নিয়ে শিলিগুড়ির (Siliguri) দিকে আসছিল। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে তাদের পিছু ধাওয়া করেন বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত ও তার দলের বনকর্মীরা। শিলিগুড়ি সংলগ্ন শক্তিনগর এলাকার ৩১ নং জাতীয় সড়কে এসে ওই মোটরবাইক সহ তিনজনকে ধরে ফেলেন তাঁরা।

তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দুটি রেডপাণ্ডার চামড়া এবং একটি চিতাবাঘের চামড়া। গ্রেফতার করা হয় তিনজনকে। জানা গিয়েছে, ধৃত তিনজনই নেপালের বাসিন্দা। এদের মধ্যে একজন নেপালের বিরাটনগরের একটি হোটেলের মালিক। আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে। ধৃতদের জেরা করে বনাধিকারিকরা জানতে পেরেছেন, সামগ্রীগুলি ৩০ লক্ষ টাকার বিনিময়ে ভুটানে পাচারের ছক কষা হয়েছিল। তবে রেড পাণ্ডার চামড়া উদ্ধারের ঘটনা প্রায় নজীরবিহীন। এই এলাকায় এর আগে চিতাবাঘের চামড়া, হাতির দাঁত, সাপের বিষ, গণ্ডারের শিং-এর মতো জিনিস উদ্ধার হয়েছে। তবে রেডপাণ্ডার চামড়া উদ্ধার হয়নি। বন্যপ্রাণ সংরক্ষণে সিএন ডিজিটালের এই প্রতিবেদন।


Follow us on :